কাওছার হামিদ, কিশোরগঞ্জ/আব্দুল মান্নান (নীলফামারী) ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মাট বাংলাদেশ শ্লোগনকে সামনে রেখে সারা দেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপি মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হবে। এরেই ধারাবাহিকতায় ৩১ জুলাই ২০২৪ইং বুধবার বিকাল ৩.৩০ ঘটিকায় জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা প্রশাসনিক ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি আলহাজ্ব সিদ্দিকুল আলম এমপি মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এমএম আশিক রেজা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শান্ত প্রামানিক। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম (অঃদাঃ), এছাড়াও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্য সমিতি সদস্যবৃন্দ।