কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ঢাকা কোচ স্ট্যান্ড সংলগ্ন স্কেল ব্রীজের পিচন থেকে দুই জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নুর ইসলামের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সকে নিয়ে এক ঝটিকা অভিযান চালায় জুয়ার বোর্ড থেকে অন্যান্য জুয়াড়ী পালিয়ে গেলে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
তাদেরকে রাতেই কিশোরগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে। আটককৃত জুয়াড়ীরা হলেন মাগুড়া বানিয়া পাড়া গ্রামের জসির উদ্দিনের ছেলে বাবর আলী (৪৫), মাগুড়া কাঠালতলী গ্রামের মৃত আকবর হোসেন জটিয়া মামুদের ছেলে বাচ্চা মিয়া (৫৫)। কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার জানান তাদেরকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।