>>জন্মদাত্রী মা ২<<
যখন তুমার পদতলে বেহেশত আমার!
কেবলি জন্ম তোমার প্রসূতি মাগো-
নিমিত্তমাত্র তব পরকে আপন করার,
নিজ জীবন বিকিয়ে হেথা যবে-
অচেনা সর্বজনেতে চেনা-
আর স্বামীত্বে যথাপরং সেবার।
যখন তুমার পদতলে বেহেশত আমার!
কঠিন কার্যাদি সহজসাধনে তব-
কিযে কষ্টে সৃজনধর্মীতে কর মাগো-
আদিত্য দিবাকরে নিশাকর,
কখনো লোচনের সলিলে-
কখনওবা বিনা ওদনে আবার।
যখন তুমার পদতলে বেহেশত আমার!
কখনওবা মত্তাবস্থায় জননী তুমি-
লিপ্ত স্বামী সোহাগে,
জানিতে প্রভুপাদ অপারগতা সেথা-
কি আছে মাগো তোমার হৃদয়ো-
স্রোতস্বিনী আবেগে।
ধামাচাপা দিয়ে রাখ মাতা-
শত বেদনাব্যঞ্জক কষ্টের কতনা-
জমাটবদ্ধ কথান্তর,
চলিছে তব দেখার অদেখায়-
আহা! যেন তাহা অসীমতট তেপান্তর।
যখন তুমার পদতলে বেহেশত আমার!
সংসার ধর্মে গর্ভধারিনী আম্মা-
আরও কতনা তোমার-
রহিছে যাতনা আর্তনাদ বুক ফাটার,
চেহারায় শোঁকনো মৃদু হাসি সেথা-
ভেতরেতে অজস্রতা যন্ত্রণার পাহাড়।
চোখের জল থামেনা মাগো!
ভাবি-যখন তুমার পদতলে বেহেশত আমার!