ডেস্ক রিপোর্টঃ অষ্টম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ১ হাজার রান করলেন ইমরুল কায়েস। ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলে দেশের মাটিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইমরুল। তার রান এখন ১০০২।
এই তালিকায় ইমরুলের আগে সাত ব্যাটসম্যানই বাংলাদেশী। তবে সবচেয়ে বেশি রানের ক্ষেত্রে শীর্ষ ১১ জনের মধ্যে বাংলাদেশের বাইরে শুধুমাত্র আছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।
এই তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বর্তমানে তার সংগৃহীত রান ২২০৭। তামিমের পর একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রান আছে সাকিব আল হাসানের। তার রান ২১৯২। ঢাকা টেস্টেই তামিমকে ছাড়িয়ে যাবার সুযোগ ছিলো সাকিবের। কিন্তু ইংলিশদের বিপক্ষে ৪১ রানে আউট হয়ে তামিমকে টপকে যেতে পারেননি সাকিব।
বাংলাদেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান করা শীর্ষ ১১ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩০ ৫৭ ২২০৭
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩২ ৫৮ ২১৯২
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৩১ ৫৫ ১৬৪৭
হাবিবুল বাশার (বাংলাদেশ) ২২ ৪৪ ১৩৮৯
মোমিনুল হক (বাংলাদেশ) ১৪ ২৫ ১২২০
মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ) ২৮ ৫৪ ১২১৯
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ১৮ ৩৩ ১১৫৫
ইমরুল কায়েস (বাংলাদেশ) ১৭ ৩২ ১০০২
শাহরিয়ার নাফীস (বাংলাদেশ) ১৫ ৩০ ৮৬৮
শচীন টেন্ডুলকার (ভারত) ৭ ৯ ৮২০
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ৬ ১০ ৭৮৩
বি/এস/এস/এন