কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: তরুনরা একতাবদ্ধ হব,সু-শিক্ষায় সমাজ গড়ব, গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানকে সামনে রেখে ঈদ পূণর্মিলনী উপলক্ষে এ্যাডকিউ এর আয়োজনে মাস ব্যাপি বৃক্ষরোপন কর্মসুচি উদ্ধোধন করা হলো। ২৩ জুন বরিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গা পাড়া মাহবুবিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ।

(এ্যাডকিউ) এর সভাপতি লেখক সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ, অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল জলিল, ও গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ,সাংবাদিক মিজানুর রহমান, শাকিল হোসেনসহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এসোসিয়েশন ফর ডেভলপমেন্ট অব কিশোরগঞ্জ (এ্যাডকিউ) লক্ষ্য-উদ্দেশ্যে নিয়ে স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান মন্ডল। তিনি বলেন আজকে আমরা বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করলাম, এটি থেমে থাকবে না এ কর্মসুচি পুরো মাস ব্যাপি চলবে। এছাড়া আমরা এ সংগঠন থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের শীতকালিন শীতবস্ত্র বিতরণসহ তাদের মেধা বিকাশ ধরিয়ে রাখতে আর্থিক সহযোগিতা করা হয়। সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি অফিস, কিশোরগঞ্জ, নীলফামারী, বিডি নীয়ালা নিউজ ও গ্রেটওয়াল একাডেমী, ঢাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে