কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কৃতি সন্তান সাবেক সাংসদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের পিতা ড: আসাদুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী গত (২২ নভেম্বর) ড: আসাদুর রহমান কলেজে দুপুর ১২টায় পালিত হয়েছে।

মরহুমের বিদ্রেহী আতœাতায় মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয় অত্র কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুম ড: আসাদুর রহমানের স্বৃতি চারন করে সংক্ষিত বক্তব্য রাখেন অত্র কলেজের প্রভাষক সুনীল সরকার, আনিছুর ইসলাম প্রামানিক, ওয়াহেদুজ্জামান স্বপন, শাহেদ করিম, আরিফুজ্জামান, ফেরদৌস আলম, শেফালী বেগম, প্রদর্শক মোশারফ হোসেন,সহকারী গ্রন্থগার সামছ উদ্দিন।

উপস্থিত ছিলেন প্রভাষক কানিজ ফাতেমা, নিরঞ্জন রায় নিমু, শাহ আব্দুর রাজ্জাক, গনেম চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম, প্রদর্শক বলরাম পাল, শরীর চর্চা শিক্ষক অশোক কুমার ও সাংবাদিক কাওছার হামিদ।

দোয়া পরিচালনা করেন প্রভাষক মাসুম আলী, অনুষ্ঠান চলাকালিন সময় ভিডিও কনফারেন্সে কুশল বিনিমায় করেন অত্র কলেজের গভানিং বডির সভাপতি মেহেজেবুন্নেছা টুম্পা।

চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম স্থান আধিকার করেন স্বরনীকা আক্তার দ্বিতীয় স্থান,শিহাব মিয়া, তৃতীয় স্থান যৌথভাবে লাভ করেন শিমু পান্না ও সাদিয়া আক্তার, অফিসহ সহকারী জিয়াউর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার ফরিদুল ইসলাম, পরে বিজয়ীদের মধ্যে বিভিন্ন লেখকের বই পুরস্কার হিসেবে উপহার দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে