কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): যথাযোগ্য ভাবগাম্ভির্য্যরে মধ্য দিয়ে সারাদেশের নেয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এই প্রথম রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে স্কুল,কলেজ,মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেন।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের মসজিদ,মক্তব,হলকা ও বিভিন্ন মুসলিম ধর্মের উপসানালয় গুলোতে ওয়াজ মাহফিল, জিকির-আজগর,নফল নামাজ, তবারক বিতরণসহ নানা ধরনের কর্মসুচি পালনের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। জানাযায় ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহম্মদ (সা.)জন্ম ও ওফাতের পূণ্যময় দিন রবিউল আউয়াল মাসের ১২তারিখ। বাংলাদেশে দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে