কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন গণমাধ্যম কর্মীরা। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, কাওছার হামিদ, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, চন্দন আহসান, শাকিল ইসলাম, , ইয়ামিন কবির স্বপন ও লেলিন প্রমূখ। জানা যায়, সাংবাদিক মনির হাসান জীবন গত ২৩ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মাদের কক্ষে যান। অনিয়ম ও দুর্নীতির তথ্য চাওয়ায় শিক্ষা কর্মকর্তা তাকে মারধর, অশ্লীল গালিগালাজ ও হত্যার হুমকি দেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। শিক্ষা কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে সাংবাদিকরা ২৬ জুন মানববন্ধন করেন। যুগান্তর,দৈনিক দাবানলসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। রংপুর বিভাগীয় উপ-পরিচালক ১০ কার্য দিবসের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অজ্ঞাত কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বহাল তবিয়তে রাখতে তদন্ত রিপোর্ট ধামাচাপা দিয়ে ভুক্তভোগীকে অনুলিপি প্রদানে টালবাহানার আশ্রয় নেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএম শাহজাহান সিদ্দিক জানান, তদন্তে ঘটনার সত্যতা মিলছে। তদন্ত রিপোর্টের মূল কপি ডিডি’র নিকট জমা দিয়েছি। অফিস কপি নাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে