কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেডের দাবীতে বৃহস্পতিবার (৩অক্টোবর) দুপুর ২টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন পালন করেন।

এ সময় শিক্ষকরা তাদের যৌতিক দাবী সমুহ তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলী আকবর,মাহমুদ শরিফ,আজহারুল ইসলাম আল আজাদ,রবিউল ইসলাম (ভারপ্রাপ্ত),গোলাম মওলা,সহকারী শিক্ষক শাহনেওয়াজ, চন্দন সরকার, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,রুহুল আমিন,আবুল হাসনাত,জেসমিন আক্তার,মতিউর রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন অর্ন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার নিকট । আজ ডাঃ আব্দুল হামিদের প্রথম মুত্যুবার্ষিকী কাওছার হামিদ কিশোরগঞ্জ(নীলফামারী)\ মাগুড়া এসো গান শিখি সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাতা ডাঃ আব্দুল হামিদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার বাদ জুম্মা মরহুমের বাড়ি মাগুড়া মাস্টার পাড়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাংখিদেরকে উপস্থিত থাকার জন্য মরহুমের ছেলে নাহিদ হাসান কাজল আহবান জানিয়েছেন। ডাঃ আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে