নোয়াখালী থেকে, আবুল হাসান: নোয়াখালির কোম্পানীগঞ্জে অবস্থিত সরকারি মুজিব কলেজে নেই অনার্স কোর্সের সুবিধা। অনার্স কোর্স চালু না থাকায় অনেক ছাত্র ছাত্রীদেরকে পড়াশুনার জন্য যেতে হচ্ছে ঢাকা কিংবা চট্রগ্রামে।
তবে যাদের টাকা পয়সা আছে তারাই ঢাকা, চট্রগ্রাম বা বিদেশ পারি দিচ্ছে পড়ালেখার জন্য।আর গরিব ছাত্র ছাত্রীরা যেতে পারছে না টাকার অভাবে তাই গরিব মেধাবী ছাত্ররা বঞ্চিত হচ্ছে বড় ডিগ্রি অর্জন থেকে।
কথা হয়েছিল মেধাবী ছাত্র জাহাঙ্গীর এর সাথে, তিনি বিডি নীয়ালা নিউজ এর মাধ্যমে সরকারের কাছে তাঁর দাবির কথা তুলে ধরেন।জাহাঙ্গীর বলেন, তিনি একজন গরিব ঘরের সন্তান। এইস, এস, সি, পাস করেও টাকার অভাবে ভর্তি হতে পরেনি কোন বিশ্ববিদ্যালয়ে।তার ইচ্ছে ছিল সে অনার্স ও মাষ্টার্স শেষ করে ভাল একটা কোম্পানিতে চাকুরি করবে।চাকুরি করে তার পরিবারের অভাব অনটন দূর করবে কিন্তু তা আর হলো না জাহাঙ্গীরের। যদি বাড়ির কাছের এই কলেজে অনার্স কোর্স চালু থাকত তাহলে তিনি এগিয়ে নিয়ে যেত পারত তার ক্যারিয়ারকে। তাই তিনি মনে করে যেন তার মত আর কোন গরীব ছাত্র ছাত্রীর ক্যারিয়ার যেন নষ্ট না হয়।সরকার যেন অতি দ্রত এই সরকারী মুজিব কলেজে অনার্স কোর্স চালু করে।
পরিশেষে এই কথা বলা বাহুল্য যে গরীব ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি মুজিব কলেজে কী অনার্স কোর্স চালু হবে নাকি জাহাঙ্গীরের মত মনের আশা পূরণ হবে না গরিব ছাত্র-ছাত্রীদের, এমনটাই প্রশ্ন এখন সুশীল সমাজের।