আগামীকাল শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এর আগে নিজেদের পোড়া কার্যালয়ের সামনে শনিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাপা। তবে এই সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। তারা-ও কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি দিয়েছে।

সকালে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ঘোষণা দেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার কাকরাইলেস মাবেশ করবে তার দল। এ সময় তিনি বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, সে কর্মসূচি চালু থাকবে। কেউ ভয় পাবেন না যে যেখানে আছেন।…আমরা মরতে আসছি, আমরা মরতে চাই। কত লোক মারবেন ওনারা, আমরা সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করো। মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আমাদের সেটা করতে হবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।’

এদিকে, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলনে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা বন্ধ ও দলটি নিষিদ্ধের দাবি জানায়। জাপাসহ ফ্যাসিবাদের সব দোসরদের অফিসকে গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি হিসেবে ব্যবহার করতে বলেন তারা।

তাদের দাবি, গতকাল জাপা কার্যালয়ে যে ভাঙচুর হয়েছে তার সাথে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার সম্পর্ক নেই। জাতীয় পার্টির সদস্যরা আক্রমণ করায় কয়েকজন বিক্ষুব্ধ হয়ে এই ভাঙচুর চালায়।

Jam/U

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে