আসাদুজ্জামান পাভেল, ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি রহমান গঞ্জ বাজারে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পশ্চিম খড়িবাড়ী গ্রামের বীরমুক্তিযোদ্ধা বশির উদ্দিনের ছেলে সহকারি শিক্ষক সেলিম উদ্দিন ওসমানী। বিদ্যালয়ে যাওয়ার সময় রহমানগঞ্জ নামক বাজারে সন্ত্রাসীরা জ্বালানি কাঠ ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সহকারী শিক্ষক সেলিম উদ্দিন ওসমানীকে ৷

রবিবার (১০ই অক্টোবর) সকাল প্রায় ৯ টার দিকে রহমানগঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত সেলিম উদ্দিন ওসমানী গয়াবাড়ি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক সেলিম উদ্দিন ওসমানী প্রতিদিনের ন্যায় মোটর সাইকেলে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় রহমান গঞ্জ বাজারে মোড় ঘুরানোর সময় জনৈক ব্যক্তির ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এসময় জনৈক ভ্যান চালক ও শিক্ষকের মধ্যে কথা কাঁটাকাঁটি হয়। কথা কাঁটাকাঁটির এক পর্যায়ে হঠাৎ রহমানগঞ্জ বাজারে শত শত লোকের সামনে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের পাঁচ ছয় জন লোক এসে এলোপাথারী কিল-ঘুষি, চায়ের দোকানের কাঠের জ্বালানী ও বাশের লাঠি দিয়ে পিটিয়ে ঐ শিক্ষককে গুরুতর আহত করে। এবিষয়ে আহতের পিতার কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেড়ে একদল সন্ত্রাসী আমার ছেলের উপর অতর্কিত হামলা চালায় ৷আমার ছেলে সুস্থ্য হলে থানায় অভিযোগ দায়ের করবো ৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে