ডেস্ক রিপোর্টঃ গত এক মাসের মধ্যে ভারতের কোনো মন্ত্রীর এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে আসেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।বিশেষ বিমানে দুপুরে ঢাকা পৌঁছাবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পাশাপাশি সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

তবে এবারের যৌথ পরামর্শক কমিটির বৈঠকের এজেন্ডা কি থাকছে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব শহিদুল হক বিবিসিকে বলেন গত এপ্রিলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় তখন যৌথ বিবৃতি দেয়া হয়েছিলো, সেখানে যেগুলো ছিলো তার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

মিস্টার হক বলেন ভারতের অবস্থান অবশ্যই যৌক্তিক এখন ভারতের কাছে প্রত্যাশা হলো তাদের অবস্থান যেনো মানবিকতার পক্ষেই থাকে।

তিস্তা ইস্যুর অগ্রগতি নিয়ে কিছু জানিয়েছে কি-না ভারত এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সব বিষয়েই আলোচনা হয়, আলোচনার সময়েই জানা যাবে কি অগ্রগতি আছে।

রাতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে।

মিসেস জিয়া হোটেলে গিয়ে তার সাথে সাক্ষাত করবেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

B/B/C/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে