বিডি নীয়ালা নিউজ(২৯ই জুলাই ২০১৬ইং) মো:নূর-নবী শেখ,উওর টাঙ্গাইল প্রতিনিধি:টানা বৃষ্টি ও উজানে নেমে আসা পানিতে ঝিনাই ও বৈরান নদীই বন্যার পানি বেড়ে
যাওয়া টাঙ্গাইলে ধনবাড়ী উপজলার অন্যতম বাজার বন্যারর পানিতে তলিয়ে গেছে।
বন্যারর পানি বাজারে ভেতর ঢুকে পড়ার বিপাকে পড়ছে বিভিন্ন শ্রেনিপেশার হাজার
হাজার লোকজন।বন্যার পানির কারণে ব্যহত হচ্ছে সোনালী ব্যাংক,কেন্দুয়া মাদ্রাসা
কার্যক্রম।মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী,বিভিন্ন দোকান মালিক এবং সোনালী ব্যাংক
কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়,বন্যারর পানি বাজারে থাকার তাদের বিভিন্ন
প্রকার সমস্যা পরতে হচ্ছে।ঐতিহ্যবাহী কেন্দুয়া বাজার প্রতিদিন জামালপুরে
সরিষাবাড়ী ও টাঙ্গাইলে ধনবাড়ী লোকজন বাজার করে।দোকানদার সহ মাদ্রাসারর
শিক্ষাকরা অভিযোগ করে বলে,প্রত্যেক বছর বন্যারর পানিতে এই বাজারটি প্লাবিত
হয়,কিন্ত এ সমস্যা সমাধানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি।