জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরহার হিসেবে নীলফামারীর ৩৪ শিক্ষার্থীকে একটি করে ল্যাপটব দেয়া হয়েছে।
সোমবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এই ল্যাপটব তুলে দেন।
একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসেবে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী স্কুল এন্ড কলেজ, নীলফামারীর রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও ডিমলা ইসলামিয়া কলেকে পুরস্কৃত করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রতিযোগীতায় নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শাফাত আহির সৌম্য, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের ফাতেমা জাহান এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সিমামুল ইসলাম শাওনকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দেয়া হয়।
এরআগে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।