Pakistani_senabahini

আন্তর্জাতিক রিপোর্টঃ লাইন অব কন্ট্রোলের কাছে কেরান সেক্টরের কাছে পাকিস্তানের চারটি সীমান্ত চৌকি ধ্বংস করার দাবি করেছে ভারতীয় বাহিনী। শনিবার দেশটির সেনাবাহিনী এমন তথ্য জানিয়েছে। জম্মু-কাশ্মিরের আরএস পুরা সেক্টরের পাকিস্তানের হামলার পর জবাবে এই হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।

রবিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে বলে দাবি করেছে। তাদের দাবি, এতে অন্তত ২০ জনের বেশি পাকিস্তানি হতাহত হয়েছে।

শনিবার যুদ্ধবিরতি ভঙ্গ করে আন্তর্জাতিক সীমান্তের কাছে কাথুয়া ও আরএস পুরা সেক্টরে হামলা চালায় পাকিস্তান। তার জবাবে রাতে ভারত হামলা চালায়। এরপর পাকিস্তান আরএস পুরা, কেরান এবং হিরানগন সেক্টরে গুলিবর্ষণ করে।

গত মাসে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাদের সার্জিকাল স্ট্রাইকের পর ৪৫ দফা যুদ্ধবিরতি ভেঙে ভারতের সীমান্ত চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। ঐ হামলায় ভারতের চার সেনা সদস্য ও তিন বিএসএফ কর্মকর্তা নিহত হন। এছাড়া সীমান্তবর্তী গ্রামের চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কড়া সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ জানায়, গত সপ্তাহে সীমান্তবর্তী অঞ্চলের সংঘাতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে