বিডি নীয়ালা নিউজ(১৯ই মে১৬)- আব্দুল্লাহ আল মামুন(পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি): দিনাজপুরের পার্বতীপুরের বছিরবানিয়ার ব্রিজ দু’টির অবস্থা ঝুঁকিপূর্ন। যে কোন সময় বড় ধরনের প্রাণহানীর আশঙ্খা করছে এলাকাবাসী।
জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শ’শ যানবাহন যাতায়াত করছে। এ দুটি ব্রিজের স্থায়িত্ব হারিয়ে ফেলার কারণে ব্রিজের ওপর দিয়ে কোনো ভারি যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বছিরবানিয়া বাজারের ২০০ গজ পশ্চিমে ব্রিজে ফুটো (বড় আকারের গর্ত), ব্রিজের র্যালিং ভেঙ্গে মাঝ খানে ফাটল সুষ্টি হয়েছে। ব্রিজ দুটি দিয়ে প্রতিনিয়ত যানবাহন অধিক ঝুঁকির মধ্যে দিয়ে যাতায়াত করে আসছে। বিশেষ করে রাতের বেলায় অন্য এলাকার যানবাহন চালকরা এ ব্রিজে এসে দুর্ঘটনার শিকার হয়। গেলো দু’মাসে প্রায় অর্ধশতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। কেউ কেউ হত পা ভেঙ্গে পঙ্গু হয়ে ঘরে বসেছে।
এক এলাকা বাসী জানান তিনি গত ১৭ই মে/১৬ তারিখে সেখানে মটরসাইকেল দূর্ঘটনায় হাত-পা ভেঙ্গে যায় এবং তার দুটি দাত পর্যন্ত ভেঙ্গে যায়।
সরকারের কাছে এলাকাবাসীর দাবী যাতে দ্রুত ব্রিজ দু’টি নতুনভাবে নির্মান করা হয়।