ডেস্ক রিপোর্ট : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সভায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল, ২০১৯’ পরীক্ষাপূর্বক রিপোর্টদানের জন্য গঠিত সাব-কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয়। কমিটির সদস্যবৃন্দ প্রস্তাবিত বিল ও রিপোর্টের ওপর বিস্তারিত আলোচনা করেন।
কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী এবং জাকিয়া তাবাসসুম সভায় অংশগ্রহণ করেন।
সভায় ভারতের সাথে টি-২০ তে প্রথম জয় পাওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভায় বিকেএসপির বর্তমান সমস্যা সমাধানকল্পে ৫০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করার সুপারিশ করা হয়। ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করে বিকেএসপিকে আরো উন্নত ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য স্বয়ংসম্পূর্ণ প্রকল্প গ্রহণেরও সুপারিশ করা হয়।
যুব ও ক্রীড় মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বিকেএসপিসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে