ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গ্রেফতার হয়েছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা, শাহজাহানপুরসহ ৯টি স্থানে ৯টি বাসে আগুন দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারনা, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনও পক্ষ নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটাতে পারে।

এদিকে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, নয়া পল্টনে কর কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দিয়ে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। পরে কর কার্যালয়ের কর্মচারীরা এসে আগুন নেভান।

Uttar/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে