মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জন্মশতবার্ষিকী ” মুজিব শতবর্ষে” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষে বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও বৃক্ষের চারা রোপন করার আহবান জানান কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল।

তিনি সোমবার (১৬ আগষ্ট) বিকালে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়ায় নিজ বাসভবনের আঙ্গিনায় ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করে দেশবাসীর প্রতি এ আহবান জানান। এসময় তিনি বলেন, গাছ পরিবেশকে দূষণমুক্ত রাখে। ফলজ গাছ খাদ্যের ঘাটতির পূরণ করে। ঔষধি গাছ রোগ মুক্তির কাজে লাগে। বনজ গাছ অর্থনৈতিক ঘাটতি পূরণ করে। তাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে