আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে গত চার দিনে কমপক্ষে দুই হাজার ২০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।উত্তর আফ্রিকা থেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে তাদের উদ্ধার করা হয়। খবর সংবাদ সংস্থা আনাদলুর।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার মুখপাত্র জো মিলম্যান গত মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর এখন পর্যন্ত সমুদ্রপথে প্রায় সাড়ে ৩০ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালি ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে।
এদের মধ্যে ৪০ শতাংশই ইতালি, ৩৫ শতাংশ গ্রিস এবং বাকি ২৫ শতাংশ স্পেনে প্রবেশ করে। এ বছর সাড়ে ছয় শতাধিক শরণার্থী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে গত বছর সমুদ্রপথে পাড়ি জমিয়েছিল প্রায় ৭০ হাজার শরণার্থী এবং ২০১৬ সালে এ সংখ্যা ছিল প্রায় ২ লাখ।
J/N.