ডেস্ক রিপোর্ট : চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি দলের দায়িত্বে থাকে বিসিবি। কিন্তু এবার মৌসুমে বিসিবির নিয়ন্ত্রণে থাকবে দুটি দল। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আগামী মাসে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে বিসিএল আগেই শুরু করে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বিসিবি।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। চারটি দল ৫৪ জন ক্রিকেটারকে দলে নিয়েছে। একই সঙ্গে ২৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দলগুলো। যারা টেস্ট খেলবেন তাদের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে। টেস্টের প্রস্তুতি হিসেবে মুশফিকুর রহিম, তামিম ইকবালদের খেলা প্রায় নিশ্চিত।
এদিকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান তুষার ইমরান নিলামেই ওঠেননি। বিপ টেস্টে উত্তীর্ণ হতে না পারায় তাকে নিলামে রাখা হয়নি। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটসম্যান তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটে ১৭৭ ম্যাচ ৪৩.০২ গড়ে তুষারের রান ১১৭০৪, সেঞ্চুরি ৩১টি।
তবে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিপ টেস্টে পয়েন্ট ৯.৮। রাজ্জাকের ১০। বিসিবি বিপ টেস্টে সর্বনিম্ন পয়েন্ট বেঁধে দিয়েছিল ১১।তিন বছর পর আবার বিসিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।
প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি আবদুর রাজ্জাককে ধরে রেখেছে বিসিবি দক্ষিণাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চল মুশফিককে এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ধরে রেখেছে তামিমকে। মাহমুদউল্লাহ খেলবেন দক্ষিণাঞ্চলের হয়ে। শুক্রবার বসবে এবারের বিসিএলের আসর।
মধ্যাঞ্চলের কোচ জাফরুল এহসান বলেন, ‘আমাদের ভালো দলই হয়েছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। ব্যাটসম্যানরা জাতীয় দলের নিয়মিত পারফরমার। ভালো করছে বোলাররাও। সব মিলিয়ে মাঠে ভালো ক্রিকেট উপহার দিতে পারলে নিজেদের অনুকূলে ফল পাব।’
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কক্সবাজারের দুটি ভেন্যুতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। চারদিনের ম্যাচে প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল মাঠে নামবে।
J/N