ডেস্ক রিপোর্টঃ জেলার তিন উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে শনিবার অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৭ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮০ কেজিরও বেশি মা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোদাগাড়ি, পবা ও চারঘাট উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তাগণ পুলিশের টিম সঙ্গে নিয়ে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উল্লেখিত কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট জেলেরা জাল ও মাছ ফেলে পালিয়ে যাওয়ার এ ব্যাপারে কাউকেই গ্রেফতার করা যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই জেলেরা নদীতে মাছ ধরছিল।
তিনি জানান, স্থানীয় প্রশাসন সফলভাবে ইলিশ উৎপাদনের লক্ষ্যে মা ইলিশ রক্ষার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হয়।
বি/এস/এস/এন