জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টিতে ২৭টি রিকসাভ্যান বিতরণ করেছে বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন। উপজেলা পরিষদ চত্ত¡রে বুধবার বিকেলে ১১টি ও গত ১৭ জুন একই স্থানে ১৬টি রিকসা ভ্যান বিতরণ করা হয়।
এনজিও ফাউন্ডেশনের সহযোগি উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) মাধ্যমে এসব ভ্যান উপকারভোগীদের মাঝে বিতরণ উজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার সিদ্দিকা, টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সময়কারী কুদ্দুস সরকার, সংস্থাটির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক আনোয়ারুল আলম সাবু প্রমুখ।
উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) সময়কারী কুদ্দুস সরকার বলেন, ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ তহবিল থেকে কর্মসংস্থান সৃষ্টিতে জেলার ডিমলা উপজেলায় বিলুপ্ত ছিটমহল নগরজিগাবড়ী গ্রামে দুই দফায় ২৭ জনের মাঝে একটি করে ভ্যান প্রদান করা হয়েছে। এর মধ্যে বুধবার ১১টি এবং গত ১৭ জুন ১৬টি বিতরণ করা হয়। এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংস্থা হিসেবে ইউএসএস ওই কাজটি বাস্তবায়ন করেন।