আন্তর্জাতিক রিপোর্টঃ গোলখরা কাটিয়ে দারুনভাবে নিজেকে ফিরিয়ে এনেছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মৌসুমের প্রথম হ্যাটট্রিকে এই পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদকে নবাগত আলাভেসের বিপক্ষে ৪-১ গোলের জয় উপহার দিয়েছেন। এই জয়ে বার্সেলোনা ও এ্যাথলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে লীগ টেবিলের শীর্ষে উঠে এসে এসেছে রিয়াল মাদ্রিদ।
দশ ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। গতকাল রাফিনহার একমাত্র গোলে টেবিলের নীচে থাকা গ্রানাডার বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ আধা ঘন্টা ১০ জনকে নিয়ে খেলেও ইয়ানিক কারাসকো ও কেভিন গামেইরোর দুই গোলে মালাগাকে ৪-২ গোলে পরাজিত করেছে দিয়েগো সিমিয়োনের দল।
সাম্প্রতিক সময়ে গোলখরায় ভুগতে থাকা রোনাল্ডোকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। এমনকি গত সপ্তাহে ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে পর্যন্ত সমর্থকদের সমালোচনা শুনতে হয়। ৭ মিনিটে অবশ্য ডেইভারসনের গোলে আলাভেসই প্রথম এগিয়ে গিয়েছিল। এ সম্পর্কে মাদ্রিদ বস জিনেদিন জিদান বলেছেন, আমরা সবসময়ই রোনাল্ডোর কাছ থেকে গোল দাবী করি, কিন্তু ভুলে গেলে চলবে না সে সবদিক থেকেই আমাদের সেরা খেলোয়াড়। ম্যাচের পরিস্থিতি যে কঠিন হয়ে উঠেছিল তা আমরা ভালই বুঝতে পেরেছিলাম। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা মোটেই স্বস্তিতে ছিলাম না। কিন্তু ধীরে ধীরে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাই।
গত ২৬ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে রিয়াল। কিন্তু তাদের রক্ষনভাগ গতকালও ছিল নড়বড়ে। গোলরক্ষক কেইলর নাভাসের ভুলে ডেইভারসন যখন সাত মিনিটেই দলকে এগিয়ে দেয় তখন রিয়ালের রক্ষনভাগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিরতির আগে ম্যাচে ফিরে আসতে সফরকারীরা দুটি সুযোগের শতভাগ কাজে লাগিয়েছে। গ্যারেথ বেলের ফ্রি-কিক গোল এরিয়ার মধ্যে ডেইভারসনের হাতে লাগলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। ১৭ মিনিটে স্পট কিক থেকে রোনাল্ডো ম্যাচে সমতা ফেরান। ১৬ মিনিট পরে রোনাল্ডোই ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচ শেষের ১২ মিনিট আগে পর্তুগীজ তারকা স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলে হ্যাটট্রিক বঞ্চিত হন। তার শট দারুনভাবে আটকে দেন আলাভেস গোলরক্ষক ফার্নান্দো পাচেকো। যদিও বদলী বেঞ্চ থেকে উঠে এসে আলভারো মোরাতা মার্সেলোর থ্রু বলে লব করে পাচেকোকে বোকা বানান। বদলী খেলোয়াড় হিসেবে এটা মোরাতার মৌসুমের চতুর্থ গোল। ম্যাচ শেষে দুই মিনিট আগে মার্সেলোর সাথে বল আদান প্রদান করে রোনাল্ডো মৌসুমের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।
মৌসুমে একটিও জয় না পাওয়া গ্রানাডার বিপক্ষে ইনজুরি আক্রান্ত বার্সেলোনা মূল একাদশে আক্রমনভাগে লিয়নেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে রাখলেও কাতালানদের রক্ষা করেন মিডফিল্ডার রাফিনহা। ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, এটা আমাদের জন্য দূর্দান্ত কোন পারফরমেন্স ছিল না। কোন কোন সময় খেলোয়াড়রা মেশিন হয়ে উঠতে পারেনা। ৪৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন রাফিনহা। ব্যবধান দ্বিগুন করতে নেইমার, সুয়ারেজ, মেসি প্রত্যেক্যেই সুযোগ নষ্ট করেছেন।
এদিকে গত সপ্তাহে সেভিয়ার কাছে মৌসুমের প্রথম পরাজয়ের পরে আবারো ঘুড়ে দাঁড়িয়েছে এ্যাথলেটিকো। ৬ মিনিটে কারাসকোর গোলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। ২৪ ও ৪৩ মিনিটে পরপর দুই গোল করে ম্যাচে নিয়ন্ত্রন নিজেদের করে নেয় গামেইরো। মাঝে অবশ্য সান্দ্রো রামিরেজের ফ্রি-কিক মালাগাকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। ৬৪ মিনিটে ইগনাচিও কামাচো গোল করলে এ্যাথলেটিকোর জয়ের পথে অস্বস্তিতে পড়ে। তবে ৮৬ মিনিটে কারাসকোর দ্বিতীয় গোলে মালাগার স্বপ্ন ভঙ্গ হয়।
বি/এস/এস/এন