জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসুচীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির শতভাগ লাভের তালিকায় পড়েছে নীলফামারী। দেশের ১৫০টি উপজেলার মধ্যে নীলফামারীর ছয় উপজেলাই পড়েছে সমাজ সেবা অধিদপ্তরের তালিকায়।
২০২১-২০২২ অর্থবছরে নীলফামারী জেলার চারটি পৌরসভাসহ ৬০টি ইউনিয়নের যোগ্য সুবিধাভোগীরা এই কর্মসুচীর আওতাভুক্ত হবেন। তালিকা প্রণয়নে ইতোমধ্যে অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে।
বিধবা ছাড়া বয়স্ক ভাতার ক্ষেত্রে পুরুষের বয়স ৬৫বছর হলে এবং মহিলাদের ৬২হলে আবেদন করতে পারবেন ভাতার জন্য।
সমাজ সেবা অধিদপ্তর সুত্র জানায়, আগামী ৩১তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ভাতা প্রত্যাশীদের। যথাযথ প্রক্রিয়া শেষে আগামী ৩১অক্টোবরের মধ্যে এজেন্ট ব্যাংকিং অথবা নগদ অথবা বিকাশ হিসাব নম্বরের মধ্যে ভাতার প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে।
এই কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ে শুরু হয়েছে নানা কর্মসুচী। চালানো হচ্ছে মাইকিং এবং অনলাইনেও চলছে প্রচার প্রচারণা।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা জানান, আমরা ইতোমধ্যে সরকারী এই নির্দেশনা প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভাগুলোতে জানিয়ে দিয়েছি।
সরাসরি আবেদন বা হাতে লিখা আবেদনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে না এক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এর ব্যতয় হলে ভাতাভোগীর তালিকায় কেউ আসবে না।
জানতে চাইলে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমি কাউন্সিলরদের সাথে মিটিং করেছি। কেউ যাতে আবেদন করতে বাদ না পড়েন সেজন্য ব্যাপক ভাবে প্রচারণা চালানো হবে।
নীলফামারী পৌরসভায় একটি ডে· খোলা হয়েছে। জাতীয় পরিচয় পত্র নিয়ে এসে এখানে আবেদন করতে পারবেন যে কেউ। আমি চাই পৌরসভা এলাকার কেউ যাতে আবেদন থেকে বাদ না পড়েন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে