watson

বিডি নীয়ালা নিউজ(৩০ই জুন ১৬)-স্পোর্টস ডেস্কঃ শুরু হয়েছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। টি-টোয়েন্টিতে বিশ্বকাপজয়ী দেশ ওয়েস্ট ইন্ডিজ আয়োজন করেছে এ আসরের। বড় বড় নক্ষত্রদের পেতে বেগ পেতে হয়নি সিপিএল কর্তৃপক্ষ।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচটি মাঠে গড়ায় ট্রিনবাগো নাইট রাইডার্স ও এসটি

লুসিকা জোকসের মধ্যে দিয়ে। কুইন্সপার্কের ত্রিনিদাদে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে শুরু হয় এই ম্যাচ।

জমে উঠেছে সিপিএল ২০১৬। আর প্রথম ম্যাচেই ওয়াটসন ও ব্রাভোর ণৈপুণ্য। রাইডার্সের ব্রাভো হাফসেঞ্চুরি (৬৩) করে অপরাজিত থেকে দলকে ভালো যায়গায় নিয়ে গেছেন।

দলের পক্ষে ওমর আকমল করেছেন ৩০ রান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ১৬২। ওয়াটসনের ণৈপুণ্য লুসিকার হয়ে। তিনি ৩টি উইকেট শিকার করে রানের চাকাকে নিয়ন্ত্রণ করেছেন। সর্বশেষ রিপোর্টে লুসিকা এখন ব্যাট করতে নামার অপেক্ষায়।

 

 

mt/news

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে