Anthrox1

বিডি নীয়ালা নিউজ(১৯ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী):  সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামে ইনষ্টিটিউট অফ ইউমিডিওলোজি ডিজিজ কন্টোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) এর ১৫ সদস্যের একটি টিম অ্যানথ্রাক্স আক্রান্ত ৪৩জন রোগীর রক্তের নমুনা সংগ্রহের কাজ বুধবার শেষ করেছে।

এর পাশাপাশি এটিমের সদস্যরা গবাদী পশু, গরুর হাড় ও মাংসের নমুনা সংগ্রহ করেছে।

কয়ড়া সড়াতলা গ্রামে এ টিমের সদস্যরা গত দু’দিন ধরে রক্তের নমুনা সংগ্রহের কাজ করে। আইইডিসিআর টিমের সদস্যরা মাটি চাপা দেয়া মৃত গরুগুলোর হাড়ের নমুনা এবং বিভিন্ন জনের বাড়ীতে ফ্রিজে থাকা মংসের নমুনা সংগ্রহ করেছে। গত তিন দিন আগে ঢাকা থেকে আসা এ টিমের প্রধান হলেন, ডাঃ ইসমাইল ফারুক। এ টিমের দু’জন ছাড়া বাকী ১৩ জন ঢাকায় ফিরে গেছেন।

জানা গেছে, এ টিমের দু’জন সদস্য আরও ক’দিন এখানে থাকবেন। অপরদিকে রাজশাহী বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরে পরিচালক, সিরাজগঞ্জ জেলার প্রাণি সম্পদ কর্মকর্তা কয়ড়া সড়াতলা গ্রাম পরিদর্শন করেন। উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামটিতে সরকারিভাবে অ্যানথ্রাক্স আক্রান্ত ৪৩ জন রোগী সনাক্ত হয়েছে। এ গ্রামে একজন গরু ব্যবসায়ীর জবাই করা গরুর মাংস খেয়ে এরা রোগটিতে আক্রান্ত হয়। এর পাশাপাশি গ্রামটির বহু সংখ্যক গরু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়। যার মধ্যে ১৮টি গরু মারা গেছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম গ্রামটিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। স্থানীয় পশু সম্পদ দপ্তর থেকে গ্রামে গরুগুলোকে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধক ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে তা অনেক দেরীতে দেয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।

এদিকে উল্লাপাড়া প্রাণি সম্পদ দপ্তর ও মিল্ক ভিটা কর্তৃপক্ষ কয়ড়া সড়াতলা গ্রামে গবাদি পশু গরু সম্পদ নিয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলছে। স্থানীয় প্রাণি সম্পদ দপ্তরের বক্তব্য, কয়ড়া সড়াতলা গ্রামের গরুগুলো মিল্ক ভিটার আওতায় সমিতিভুক্ত। এ কারণে চিকিৎসা এবং অন্যান্য সেবার যাবতীয় দায়ভার মিল্ক ভিটা কর্তৃপক্ষের। এরপরেও স্থানীয় পশু সম্পদ দপ্তর থেকে সেখানে গরুগুলোকে চিকিৎসা দেয়া ও সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। মিল্ক ভিটা কর্তৃপক্ষ কোন সহযোগিতা করছেন না বলে অভিযোগ করছেন।

অপর দিকে মিল্ক ভিটা কর্তৃপক্ষের বক্তব্যে তারা ঠিকই চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় তদারকি করছেন বরং প্রাণি সম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে