presedent bil klinton
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

নীয়ালা নিউজ(২৬ই জুলাই ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ  নিজের স্ত্রী এবং সেরা বন্ধু হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পাওয়া মিসেস ক্লিনটনের কেন দেশের নেতৃত্বে থাকা দরকার সে বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তোর স্বামী।

ফিলাডেলফিয়াতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে তিনি হিলারি ক্লিনটনকে “আমার দেখা সেরা আমূল পরিবর্তন নির্মাণকারী” বলে বর্ণনা করেছেন।

হিলারি ক্লিনটনকে সেরা বন্ধু হিসেবে বর্ণনা করে ভবিষ্যত প্রজন্মের কাছ থেকে কৃতজ্ঞতা পাওয়ার জন্য তাকে ভোট দেয়ার আহ্বান জানান মিস্টার ক্লিনটন।

বেশ আবেগপূর্ণ বক্তৃতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিলারির সাথে তার পরিচয় এবং সরকারি কাজের প্রতি তার দায়িত্বশীলতার কথা তুলে ধরে বলেন, আমি আশা করি আপনারা তাকে নির্বাচিত করবেন”।

এর কয়েক ঘণ্টা আগেই তার স্ত্রী যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনও নারী হিসেবে প্রেসিডেন্ট প্রাথী হিসেবে বড় কোন দলের আনুষ্ঠানিক মনোনয়ন পান।

কনভেনশনের রাতটির সমাপ্তি হয় হিলারি ক্লিনটনের ভিডিও বার্তার মধ্য দিয়ে। সেখানে তিনি বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমরা কাঁচের ছাদে সবচেয়ে বড় ফাটল তৈরি করতে পেরেছি”।

তিনি আরও বলেন, যদি কোনও ছোট মেয়ে এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি হয়তো আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হবো কিন্তু তোমাদের মধ্যেই কেউ একজনই হবে আগামী দিনের প্রেসিডেন্ট”।

 

 

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে