জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫ম ধাপে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষনা করা হয় ৷

ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ১১ জুন নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ৫ম ধাপের দ্বিতীয় পর্যায়ে ১১০টি ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর, করা হয়েছে ৷ ঘর হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই- আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পংকজ ঘোষ ৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিনুল ইসলাম ৷ এ ছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা প্রকোশলী এম এম আলী রেজা রাজু, কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু সাইদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সহ সভাপতি ইন্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, বীর-মুক্তিযোদ্ধাসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুধি সমাজ ও সুফলভোগীর পরিবারবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে