বিডি নীয়ালা নিউজ(২৩ই মে১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউপি’র গ্রামীণ পাকা সড়কে অটোবাইকের ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।
রবিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপাড়ার ললিত চন্দ্রের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্র রায়ের মেয়ে বীথি রানী (৪) বাড়ির সঙ্গে লাগোয়া ঠেলাপীর-হাজারীহাট পাকা সড়ক পার হওয়ার সময় সিপাইগঞ্জ হাটের কাছে চলন্ত অটোবাইকের ধাক্কায় মাটিতে পড়ে যায়। গুরুতর আহত দুই শিশুকে প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নারী নেত্রী কামরুন নাহার ইরা বিষয়টি নিশ্চিত করে জানান, অটোবাইক বেপরোয়াভাবে চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী অটোবাইকটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের ১ম সপ্তাহে সৈয়দপুরের ক্যান্টনমেন্ট এলাকার এমইএস গেইটের সামনে রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় প্রাণ যায় ৬ বছর বয়সী শিশু জাবিরের।
অদক্ষ চালক আর অবৈধ এসব যানবাহনের দ্বারা ঝড়ে যাচ্ছে একের পর এক তাজা প্রাণ। তাই যথাযথ কর্তৃপক্ষের বিষয়টি নজরে নিয়ে এসব অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী তুলেছেন নীলফামারী জেলার সচেতন মহল।