আন্তর্জাতিক রিপোর্ট : ভারতের আলোচিত ও বিতর্কিত ইসলাম প্রচারক ড. জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব। ইন্টারপোলের হাতে গ্রেফতার এড়াতে তাকে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ নাগরিকত্ব দিয়েছেন। এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয় যে, দেশটি জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করে তাকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানানোর প্রক্রিয়া শুরু করেছে। এমন গুঞ্জনের মধ্যেই তাকে সৌদি আরবের তরফ থেকে নাগরিকত্ব প্রদানের খবর এলো।
জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করেছে ভারত। গত বছর গুলশানে হলি আর্টিজানে নিহত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ হামলার পর তার কার্যকলাপ নজরদারিতে আনা হয়। ধারণা করা হচ্ছিল, জাকির নায়েক গ্রেফতার এড়াতে সৌদি আরবে অবস্থান করছেন। গত বছর নভেম্বরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা জাকির নায়েক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে। জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো এবং সম্প্র্রীতি নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার তার প্রতিষ্ঠিত আইআরএফকে অবৈধ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। আইআরএফের প্রেসিডেন্ট ও এর সদস্যরা ‘অবৈধ কার্যকলাপকে’ প্রশ্রয় দিচ্ছেন উল্লেখ করে দিল্লি হাই কোর্ট সম্প্র্রতি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রেখেছেন। দ্য মিডল ইস্ট মনিটর।
– ব/ল/দ