কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের বাড়ি ঘর ভস্মিভুত হয়েছে ক্ষতির পরিমান প্রায় ১৬ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে ভুক্তভোগি পরিবার। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে দিবাগত রাত ১টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে সেই আগুন ৮টি পরিবারের ঘরবাড়িতে লেগে গেলে নিমিসেই তা ভস্মিভুত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো মৃত ছানা মামুদের পুত্র আবুজার রহমান ও টন্না মামুদ, মৃত মোতা মামুদের পুত্র মোরশেদুল হক,আতিয়ার রহমানের স্ত্রী হাসনা বেগম, মৃত মোতা মামুদের স্ত্রী ছামছিয়া বেগম,মৃত ছানা মামুদের মেয়ে ছায়না বেগম,মৃত বাংটু মামুদের স্ত্রী আশেদা বেগম, মৃত বিষু মামুদের ছেলে আজগার রহমান। ৮টি পরিবারের মধ্যে ঘরের আসবাবপত্র, ধান,চালসহ গৃহপালিত মুরগি,ছাগলসহ ঘরে রক্ষিত টিভি নগত টাকা,বাইসাইকেল,স্বর্নালংকারসহ আগুনে পড়ে যায়। সব মিলে ৮টি পরিবারের ক্ষতির পরিমান প্রায় ১৬ লক্ষাধিক টাকা। বিষয়টি মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হককে জানালে তিনি পরদিন আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে দেখতে আসেন এবং উপস্থিত থেকে তাদেরকে কম্বল , চাল, ডাল, মসলা, লবন, মোমবাতিসহ নগদ এক হাজার করে টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে