বিডি নীয়ালা নিউজ(২৩ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ দুদিনের সফরে ইরানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় একদশক পর ইরানে এলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেহরান পৌঁছান রোববার।
বিমানবন্দর থেকেই তিনি স্থানীয় এক গুরুদুয়ারায় যান ইরানের শিখ সম্প্রদায়ের মানুষের সাথে আলাপে যোগ দিতে।
সোমবার ইরানের প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসবেন মিস্টার মোদী। বছর দশেক আগে ভারতের সে সময়কার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন ইরান সফরে।
সোমবার প্রেসিডেন্ট আশরাফ ঘানিও ইরানে পৌঁছানোর কথা রয়েছে। তিন নেতার উপস্থিতিতে ইরানের চাবাহার নামে একটি বন্দর উন্নয়নে ত্রি-পাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে।
এ বন্দরের উন্নয়ন হলে পাকিস্তানের সীমানা পার হওয়া ছাড়াই ভারতীয় পণ্য আফগানিস্তানে যেতে পারবে।
মোদীর এ সফরের সময় ইরান ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হবার কথা রয়েছে।
সূত্রঃ বিবিসি