votar totto hal nad

বিডি নীয়ালা নিউজ(৩০ই  জুন ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ বিলুপ্ত নীলফামারীর তিন ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
হয়েছে।রোববার (১০ জুলাই) থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে ১৬ জুলাই পর্যন্ত।

বিলুপ্ত ৩১ নম্বর ছিটমহল নগর জিগাবাড়িকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি
ইউনিয়নে সংযুক্ত করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন
কমিশন। প্রথম দিন ভোটার হওয়ার যোগ্য নতুন বাংলাদেশিদের তথ্য যাচাই-বাছাই করা
হচ্ছে।কার্যক্রম সম্পন্ন করতে একজন সুপারভাইজার এবং দু’জন তথ্য সংগ্রহকারী
নিয়োগ করা হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভোটার তালিকা
হালনাগাদ কার্যক্রম শুরুর প্রথমদিন নাম নিবন্ধন, ভোটার হয়েছে কিনা এবং ভোটার
হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদিন ভোটার হওয়ার যোগ্য ছয়জনকে পাওয়া
গেছে।

খগাখড়িবাড়ি ইউনিয়নের ২৮ নম্বর বড় খানগির, গয়াবাড়ি ইউনিয়নের ২৯ নম্বর বড় খানকি
গিতালদহ ও ২৯ নম্বর বড় খানকি খারিজা গিতালদহ এবং টেপাখড়িবাড়ি ইউনিয়নের ৩১
নম্বর নগর জিগাবাড়ি ছিটমহল রয়েছে। এ চার ছিটমহলে ১১৯ পরিবারের ৫৪৫ জন নাগরিক
রয়েছেন। আদালতে মামলা থাকায় এ চারটির মধ্যে ২৮ নম্বর বড় খানগির ছিটমহলের ভোটার
তালিকা হালনাগাদ করছে না নির্বাচন অফিস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে