ডেস্ক রিপোর্ট: রাজধানীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সায়েদাবাদ থেকে অপহৃত শিশু উদ্ধার করেছে র্যাব। এ সময় এক নারীসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-সোহেল (২৪), এমরান হোসেন (২০), শিরিনা বেগম (১৮) ও রূপু আহমদ(২৬)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে আড়াই বছর বয়সি শিশুটি উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
র্যাব-১০ উপ-অধিনায়ক মেজর শাহারিয়ার জিয়াউর রহমান বলেন, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) ভারপ্রাপ্ত কমান্ডার আলী রেজা রাব্বি’র নেতৃত্বে অভিযান চালানো হয়। ১৭ অক্টোবর সন্ধ্যায় শাহাবউদ্দিন নামে আড়াই বছরের শিশুকে অপহরণকারীরা সায়দাবাদ থেকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন শিশুটির মা র্যাবে অভিযাগ করলে মাঠে নামে র্যাব-১০। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। পরে শুক্রবার রাতে রূপগঞ্জের নাওড়া মধ্যপাড়া থেকে অপহৃত শিশু শাহাবউদ্দিনকে উদ্ধার করা হয়। এ সময় নারীসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, অপহরণকারীরা শিশুটিকে সায়েদাবাদ থেকে অপহরণ করে রূপগঞ্জের একটি বাড়িতে আটকে রাখে। পরে শিশুটির পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
P/B/A/N