কাওছার হামিদ, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ(নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে ভূয়া স্নাতক পাস এর সনদ দিয়ে চাকুরী করেন ধরা খেলেন এক শিক্ষক।
প্রাপ্ত তথ্য জানা যায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাজ্জাক (ইংরেজী) বিগত ২৫/০১/২০০৫ইং সালে নিয়োগ প্রাপ্ত হয়ে জুলাই ২০১৩ইং সালে এমপিও ভুক্ত হন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্র নং জাতী:বি:/পরী/সনদ/৪৪৯/২০০৫/১০১৮৯, তারিখ ২৬/১১/২০১৮ইং স্মারক নং মোতাবেক ডিআইএ/নীলফামারী/৫৩৫-এস/রাজ: ১৩০০ তারিখ ১৫/১১/২০১ মোতাবেক এ অধিদপ্তর কর্তৃক মোঃ আব্দুর রাজ্জাক স্নাতক সাময়িক সনদপত্রের রোল নম্বর ১১৬২৬৭, রেজিষ্ট্রেশন নম্বর-৯০৮৯৮৮, শিক্ষাবর্ষ-১৯৯৯-২০০০, বি.এ পাস-২০০৩, ফলাফল-২য় বিভাগ যাইয়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর প্রেরণ করে। এপত্রের জবাবে সূত্র নংজাতীঃবিঃ/পরী/সনদ/৪৪৯/২০০৫/১০১৮৯ তারিখ ২৬/১১/২০১৮ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় যাচাইয়ান্তে দেখা যায় যে, প্রেরিত সনদ পত্রের ফটোকপিতে উল্লিখিত ফলাফল অকৃতকার্য আছে পরিদর্শন ও নিরক্ষন অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর ২২/১০/২০২০খ্রিঃ তদন্ত প্রতিবেদনে প্রমানিত হয়।
ফলে শিক্ষক আব্দুর রাজ্জাকের নিয়োগ বিধি সম্মত নয়। তিনি গত ০১/০৭/২০১৩ তারিখ এমপি ভূক্ত হন। এমপিও‘র তারিখ হতে ৩১/১২/২০১৮ তারিখ পর্যন্ত মোট ৯,০৬,৩৬০(নয় লক্ষ ছয় হাজার তিনশত ষাট) টাকা এর পরে গৃহিত সরকারি বেসরকারি সমুদয় অর্থ সরকারি কোষাগারে ফেরতযোগ্য।