একমাত্র তাসকিন আহমেদ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-১০ লীগে দল পাওয়া সবাইকে অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুলত আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ দলে বিবেচনাধীন থাকায় পেসার তাসকিন টি-১০ লীগে খেলতে আগ্রহ প্রকাশ করেননি।
আবিু ধাবিতে আগামী ১৬ জানুয়ারী শুরু হওয়া টি-১০ লীগ শেষ হবে ৮ ফেব্রুয়ারী।
বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান আজ সাংবাদিকদের বলেন,‘ তাসকিন ছাড়া সব খেলোয়াড়কে আমরা অনাপত্তি পত্র দিয়েছি। টেস্ট সিরিজে তাসকিন আমাদের বিবেচনায় আছে তাই তাকে ছাড়পত্র দেয়া হয়নি।’
গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় টি-১০ লীগের খেলোয়াড় নিলাম।
তাসকিনকে দলে নিয়েছিল মারাঠা এ্যারাবিয়ানস। তবে তাসকিন না যাওয়ায় তার পরিবর্তে স্পিন অলরাউন্ডার সোহাগ গাজিকে দলভুক্ত করেছে মারাঠা এ্যারাবিয়ানস। একই দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মুক্তার আলী। বেঙ্গল টাইগার্স দলে নিয়েছে দুই তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ও শেষ মেহেদি হাসান। দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে দলে নিয়েছে পুনে ডেভিলস।
নাসির ,সোহাগ ও মুক্তার আলী ইতোমধ্যেই দুবাই পৌঁছেছে। আজ রাতে দেশ ছাড়ছেন মোসাদ্দেক সৈকত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে থাকা আফিফ হোসেন ওমেহেদি হাসান তিন ম্যাচ সিরিজ শেষে দেশ ছাড়বেন। চট্টগ্রামে আগামী সোমবার অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

BSSN

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে