জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন- বঙ্গবন্ধুর নামানুসারে বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণের কারণেই আমাদের মেহেরপুরের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা আছে। তিনি মেহেরপুরের জন্য দু’হাত উজাড় করে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা চাইলাম কৃষি বিশ^বিদ্যালয়, প্রধানমন্ত্রী দিচ্ছেন পাবলিক বিশ^বিদ্যালয়। মেহেরপুরে রেল সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক ফোর লেনে উন্নীত হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে।
আজ রোববার দুপুরে মুজিবনগরের রশিকপুরে ভৈরব নদে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মুজিবনগরের উন্নয়নে নতুন করে ১ হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। মেহেরপুরে খেলাধুলার মান উন্নয়নে একটি মিনি স্টেডিয়ামের কাজ অতিসত্বর শুরু করা হবে। তিনি বলেছেন- জনস্বার্থে কী-কী উন্নয়ন করা যায় তা আপনারা চিহ্নিত করে আমাকে জানাবেন। জনস্বার্থে তার সবটুকু পূরণ করবো।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মুজিনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ^াস, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, আমদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।
BSSN