স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে দেশজুড়ে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসব কমসূচিতে ছুটি আর না বাড়িয়ে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানান তারা।

জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

jagonews24

সিলেট : কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা বেগমের সভাপতিত্ব ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী মনীষা ওয়াহিদের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেট এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহিম, শাবিপ্রবি শিক্ষার্থী সাত্ত্বিক বন্দ্যোপাধ্যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম বোরহান উদ্দিন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাবুল আজাদ, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বুশরা সোহাইল ও মদন মোহন কলেজের শিক্ষার্থী সাকিব রানা প্রমুখ বক্তব্য রাখেন৷

jagonews24

বগুড়া : দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জিরো পয়েন্টে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব প্রধানের সভাপতিত্বে মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা : মহানগরীর শিববাড়ি মোড়ে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, বয়রা সরকারি মহিলা কলেজ, এমএম সিটি কলেজ, সুন্দরবন কলেজ, বয়রা মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

jagonews24

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : সকালে নগরীর জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী নাসরিন আক্তার, ওসমান, সুধী কুমার তঞ্চঙ্গা, জিলানী, দোসর রহমান, ধ্রুব ভট্টাচার্য ও সায়মন ও জহিরুল ইসলাম; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ফারদিন, আগ্রবাবাদ মহিলা কলেজের শিক্ষার্থী ফায়রোজা, চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী শাহেদুল ইসলাম, ফারুক হোসেন, প্রান্ত প্রমুখ বক্তব্য রাখেন।

রংপুর : বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুরুল মোর্শেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেকুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুন নাঈম জেরি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রওনক জাহান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মমিনুল ইসলাম, সুশেন, কারমাইকেল কলেজের ওসমান গণি, রংপুর সরকারি কলেজের জসিম আহমেদ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফিরোজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

jagonews24

জামালপুর : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু সাইদ পলাশ ও আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

খুলনা বিশ্ববিদ্যালয় : সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে সাইফুল্লাহ্ মনসুর, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রমজান শেখ তারিম প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী : দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কারিগরি প্রশিক্ষণকেন্দ্র শিক্ষার্থীরা। গত দুই মাস যাবত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধ থাকায় তারা দক্ষতার প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারছেন না বলে অভিযোগ করেন তারা।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে