মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, কারানির্যাতিত নেতা ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মো. ইউসুফ মিয়া।
তিনি নিজ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে রোববার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র ধানমন্ডিস্থ (বাড়ি- ৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা) দলীয় কার্যালয়ে গিয়ে ঢাকা বিভাগীয় শাখা থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন। পরে মনোনয়নের আবেদন ফরম পূরণ করে ওইদিন রোববার বিকালে ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে জমা দেন।
সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া ফের আসন্ন সালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন। তিনি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ২০১৬ সনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। কিন্তু দল থেকে বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি দূর্ভাগ্যের কারণে নির্বাচনে বিজয়ী হতে পারেননি।
জানা যায়, মো. ইউসুফ মিয়া ১৯৬২ ইং সনের ৮ জুন সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. জুলমত আলী ছিলেন এলাকার একজন সনামধন্য ব্যক্তি। ইউসুফ মিয়া স্থানীয় এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ।
ছাত্র জীবনের এক পর্যায়ে ১৯৭০ সনে কেন্দ্রীয় ও প্রাদেশিক নির্বাচনে জামান ভাই ও জিল্লু ভাই, নৌকা মার্কায় ভোট চাই মিছিলের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৭৪ সন থেকে ১৯৮৯ সন পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। ১৯৮৬ সনে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মজিদ মেম্বারের নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯০ সন থেকে ১৯৯৫ সন পর্যন্ত সালুয়া ইউনিয়ন যুবলীগের সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। ১৯৯৯ সন থেকে ২০০২ সন পর্যন্ত তিনি সালুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দাড়িত্ব পালন করেন। ২০০৩ সন হইতে ২০১১ সন পর্যন্ত সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওই সনে তিনি আওয়ামী লীগের দলীয় সমর্থনে সালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ২০১২ সন থেকে এ পর্যন্ত তিনি সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইউনিয়নের রাস্তা, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, ঈদগাহ ও বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। ২০০৮ সন থেকে তিনি স্থানীয় ডুমরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সন থেকে ২০২০ সন পর্যন্ত তিনি স্থানীয় এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাড়াও সালুয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সদস্য ও ২০০৭ সন হতে এ পর্যন্ত সালুয়া ঈদগাহ পরিচানা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।
আসন্ন সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. ইউসুফ মিয়া মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।