বর্তমানে চীনের ব্যবসায়ীদের বড় একটি বাংলাদেশে সফরে রয়েছে। এটি বিনিয়োগের জন্য আশার আলো। এছাড়াও দেশে চীনের একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ করছে সরকার।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব কথা বলেন।
বিডা কার্যালয়ে ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’ শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি দল নিয়ে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান। এতে দেশটির ১৪৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫০জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী রয়েছেন। তারা সবাই রোববারের সম্মেলনে যোগ দিয়েছেন।
আশিক মাহমুদ বলেন, এত বড় প্রতিনিধি দল, একটা দেশ থেকে আসতে আমরা আগে কখনো দেখিনি। এর ফলে আমরা একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছি। চীনা বিনিয়োগকারীদের মধ্যে আমরা নতুন মাত্রার আগ্রহ দেখছি। সেই আগ্রহের ফলাফল হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম।
বিডা চেয়ারম্যান বলেন, রোববারের সম্মেলনে চীনের পাশাপাশি বাংলাদেশেরও অনেক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী ছিলেন। সবমিলিয়ে প্রায় ৫০০ এর মতো অতিথি অংশ নেন। চীনের যেসব প্রতিষ্ঠান এসেছে, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন খাতে বেশ বড় কোম্পানি। বেশ কিছু বিটুবি (ব্যবসায়ী টু ব্যবসায়ী) এবং বিটুজি (ব্যবসায়ী টু সরকার) দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিনভর ওই প্রতিনিধিদলের সঙ্গে ১৫০টির বেশি বৈঠক হয়েছে।
তিনি বলেন, আমরা তাদের এই সহায়তাটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আমাদের যারা বাংলাদেশি ভালো ব্যবসায়ী বেসরকারি খাতে, তাদের সঙ্গে যাতে ওনারা (চীনা ব্যবসায়ীরা) যৌথ উদ্যোগ বা অংশীদারিত্ব যেতে পারেন। চীনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
তিনি বলেন, বিদ্যুৎখাতে চীনের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) একটা দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চাঁদপুরের একটা কৃষিভিত্তিক প্রকল্পের জন্য সমঝোতা স্মারকটা স্বাক্ষরিত হয়েছে। অনেকদিন ধরেই এটা নিয়ে কাজ হচ্ছিল। কিন্তু আমরা সরকারে এসে দেখলাম প্রকল্পটা ঝুলে আছে। বেশ কিছু সিদ্ধান্তের কারণে প্রকল্পটা এগোচ্ছিল না।
চৌধুরী আশিক বলেন, এখন ওখানে ওনারা গিয়ে পরীক্ষামূলকভাবে প্রকল্পটা দেখবেন। আশা করছি, সেখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানও হবে। বিশেষ করে নারীদের। ধীরে-ধীরে সেখানে কর্মসংস্থান আরও বাড়বে। সব মিলিয়ে আমরা মনে করছি এই সফরটা আমাদের জন্য একটা মাইলফলক, একটা ঐতিহাসিক সফর।
jug/n