কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: সেই সাত জন নেই, আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একি সে বাগানে আজ, এসেছে নতুন কুড়ি শুধু সেই সে দিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায় কতজন এল গেল ,কতজনই আসবে কফি হাউজটা তবু থেকে যায়।” মান্নাদে সেই বিখ্যাত গানটি দিয়ে শুরু করছি। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুড়া উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ব্যাচ/৯৫ এর ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা ৯ জুন ২০২৫ (সোমবার) বিকালে অত্র বিদ্যাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রয়াত সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ ও দপ্তরী আতিয়ার রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আলোচনা সভার সুচনা করেন। অত্র বিদ্যালয়ের/৯৫ ব্যাচের ছাত্র জনগণের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাদশাহ আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ব্যাচের ছাত্র আব্দুল বাতেন,সাজ্জাদুল করিম সুরুজ, আব্দুল্লাহ হোসেন খান মিঠন,মারুফা আক্তার, আলী আজম আঙ্গুর,ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন,রইচ উদ্দিন,মানিক মিয়া, রেজা শাহ আলমগীর, নজরুল ইসলাম, ধনঞ্জয় সরকার, ওবায়দুল হক, তানজিদুল হক বাবু, ফারুক আহম্মেদ, আশরাফুল ইসলাম,ফিরোজ আকতার, রাম কৃঞ্চ শীল, জিন্নুর রহমান, মিজানুর রহমান হিরু, ফিরোজ হোসেন লাভলু, মোশারেফ হোসেন, আনোয়ারুল হক, মফিজার রহমান, রবিউল হাসান রাসেল, সুপাল শর্মা, গোলাম মোক্তাদির সুজন, ইউছুব আলী, আসহাব মন্ডল, আযাদুল হক প্রমূখ। আলোচনা সভা শেষে এস,এস,সি ১৯৯৫ ব্যাচের সর্বসম্মতিক্রমে আব্দুল বাতেনকে প্রধান সমন্বয়ক করে ৭ সদস্য বিশিষ্টএকটি কমিটি গঠিত হয়। কমিটি অন্যান্য সমন্বয়করা হলেন সাজ্জাদুল করিম সুরুজ,আব্দুল্লাহ হোসেন খান মিঠন, আলী আজম আঙ্গুর, রাজা মিয়া, মারুফা বেগম ও ধনঞ্জয় সরকার।