Sunday, 20 July 2025, 03:46 AM

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫৬ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত,...

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর ৫৬ জন অনিয়মিত শ্রমিককে ঈদুল আযহার বোনাস না দেওয়ার প্রতিবাদে আজ সকাল ৮টায় দেবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোট ৯২ জন অনিয়মিত শ্রমিকের মধ্যে ৩৬ জনকে উৎসব বোনাস প্রদান করা হলেও, বাকি ৫৬ জনকে বঞ্চিত করায় চরম ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।


মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা বলেন,আমরা ৯২ জন একই প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে কেন আমাদের ৫৬ জনকে বোনাস থেকে বঞ্চিত করা হলো? এটা চরম বৈষম্য।


তারা আরও বলেন, ৩৬ জন শ্রমিকের মধ্যে মাত্র ১৩ জন বর্তমানে কর্মরত রয়েছেন। অথচ বোনাস থেকে বঞ্চিত শ্রমিকদের অনেকে কাজ না পেয়েও বোনাসের জন্য প্রতীক্ষায় ছিলেন। বক্তারা দাবি করেন, তাদের দাবি না মানা হলে আমরা অমরন অনশনে আশার হুশিয়ারি দেন ।


মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সভাপতি মো. মোফাজ্জল হোসেন, তারা বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোন সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।


মো. মোফাজ্জল হোসেন বলেন,সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানেই ঈদ বোনাস দেয়া হয়, অথচ এখানে অধিকাংশ শ্রমিক বঞ্চিত—এটা মেনে নেওয়া যায় না।


এ বিষয়ে জানতে চাইলে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অমল কুমার দাস বলেন,৩৬ জন শ্রমিক অনেক দিন থেকে এখানে কাজ করে তাই তাদের বোনাস প্রদান করা হয়েছে। অন্য ৫৬ জন মাত্র এক বছর হলো অনিয়মিত হয়েছেন। বাজেট সীমিত থাকায় এবছর তাদের দেয়া সম্ভব হয়নি, আগামী বছরে বিষয়টি বিবেচনা করা হবে।তিনি আরও বলেন,১৫ হাজার টাকা করে ৩৬ জন শ্রমিককে বোনাস দেয়া হয়েছে। মূলত শ্রমিক নেতাদের মাধ্যমেই বাজেট সংগ্রহ করে এই বিতরণ করা হয়।”

শ্রমিকদের দাবি আদায় না হলে পরবর্তীতে তারা আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P