Sunday, 20 July 2025, 02:35 PM

শিশু রোহানকে বাঁচাতে দিনমজুর বাবার আকুতি

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই “ কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের সেই বিখ্যাত প্রান কবিতা চরণ দুটির মতো অবুঝ শিশু রোহান কথা বলতে না পারলেও তার মনের ভাব থেকে বুঝা যায় সে বাঁচতে চায়।


কথা বলতে পারলে হয়তোবা তার বাঁচার আকুতিটা মানুষের কাছে তুলে ধরতে পারতো। নীলফমারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটোয়ারীপাড়া গ্রামের নজরুল ইসলাম নাজুর কনিষ্ঠ পুত্র রোহান জন্মের পর থেকে হৃদপিন্ড সমস্যা জনীত রোগে তার হৃদপিন্ড ফুটা হয়ে গেছে। রোহানের বয়স এখন সাত মাস চলছে জন্মের পর থেকে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় তার, ডাক্তারী পরীক্ষা-নিরক্ষা শেষে ধরা পরে রোহানের হৃদপিন্ডের সমস্যা হয়েছে।


তার উন্নত চিকিৎসার জন্য ডাক্তার বলেছেন রোহানকে ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে তাছাড়া রোহানকে বাঁচানো সম্ভব হবে না। অপারেশন করাতে ৫ লক্ষাধিক টাকার  প্রয়োজন কিন্তু দিনমজুর বাবা এতো টাকা কোথায় পাবে। শিশু সন্তানের এই অবস্থা দেখে বার-বার কেঁদে উঠছেন অসহায় বাবা। অসহায় বাবা নজরুল ইসলাম নাজুর পক্ষে এতো টাকা জোগার করার সম্ভব নয়। তাই সমাজের বিত্তশালী ও সরকারের কাছে সাহায্যের হাত বাড়িছেন।


শিশু রোহানকে বাঁচাতে কেউ সাহায্যের হাত বাড়ালে মোবাইল নং- ০১৯৫৭৫২৩১০৪ নগদ/বিকাশ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। শিশু রোহানের পরিবারের পক্ষ থেকে জানাগেছে আপাততো রোহানকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P