আতিকুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বিপুল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার(১৪ এপ্রিল ২০২৪) দুপুর ১২ টার দিকে উপজেলার মহারাজপুর গ্রামে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মুখামুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বিপুল বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের আক্কাস মিয়ার ছেলে।
এবিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।