সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ৮ নং ব্রীজ সংলঘ্ন সিরাজগঞ্জের তাড়াশের হামকুড়িয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নসিমন ও অটো রিক্সার সংঘর্ষে অটো রিক্সার চালক ও একজন অটোরিক্সার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ তাড়াশ ফায়ার সার্ভিসের সাব – অফিসার রেজাউল করিম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের উল্লেখিত স্থানে আজ সোমবার বেলা আড়াইটার দিকে অটো রিক্সা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সা চালক সাইদুর রহমান ওই অটোরিকশা মহিলা যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছে।
নিহত সাইদুর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামে মৃত আমির হোসেন ছেলে। অপর মহিলা যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম,এ ওয়াদুদ জানান, দুর্ঘটনায় একজনের পরিচয় পাওয়া যায়নি।পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আর অপরজনের লাশ তাদের পরিবার নিয়ে গেছে। নসিমনের চালক পলাতক রয়েছে।