কাওছার হামিদ, কিশোরগঞ্জ(নীলফামারী) থেকে ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাহিত্য শিখা পরিষদ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে অনলাইন সাহিত্য প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করায় বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক কবি মাহফুজার রহমান মন্ডলকে সাহিত্য শিখা পরিষদ কর্তৃক এক জমকালো সাহিত্য সম্মেলনের মাধ্যমে সম্মানণা স্মারক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম আল আজাদ ও ওনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, তিনি তাঁর বক্তিতায় বলেন মবস্বাল এলাকায় সাহিত্য চর্চার একটাই সমস্যা তাদের মানসিকতার অভাব, এছাড়া তিনি আরো বলেন আজকে যারা দেশের বিভিন্ন বড় বড় দপ্তর গুলোতে কর্মরত আছেন তেনারা মবস্বাল থেকে উঠে আসা, আজকাল বড় বড় শিল্পি সাহিত্যক যারা আছেন তেনারা গ্রামের পাখি, নদী সহ প্রত্যন্ত অঞ্চলের নানা চিত্র তুলে নিয়ে আসেন তাঁর সংগীতের মধ্যে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবি বাবুল আনোয়ার। তিনি তার কবিতায় গ্রামের নদী ও তাঁর শৈশবের নানা স্মৃতি কথা তাঁর বক্তব্যে ও কবিতায় তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার সহধর্মীনি সালমা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্য শিখা পরিষদের উপদেষ্টা ও অনলাইন নিউজ পোর্টাল বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক কবি মাহফুজার রহমান মন্ডল, কবি ও সম্পাদক খানসামা, দিনাজপুরের মোহাম্মাদ আলী শাহ সেকেন্দার। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য শিখার সাধারন সম্পাদক কবি প্রকাশ চন্দ্র রায়, সাংবাদিক কে.এম শাকির, কবি, সাংবাদিক রাশেদুজ্জামান, শিক্ষক হেদায়েত হোসেন, কম্পিটার আমজাদ হোসেন ও শিখা সাহিত্য পরিষদের সদস্য জিয়াউর রহমান প্রমূখ।
কবি মাহফুজার রহমান সম্মানণা স্মারক পাওয়ায় উপজেলা রিপোর্টার্স ইউনিটি কিশোরগঞ্জ, নীলফামারী পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়াচক্রসহ উপজেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এক বিবৃতিতে জানান কবি মাহফুজার রহমান মন্ডলের লেখনী শক্তি আরো প্রসার ঘটুক এবং কবি হিসাবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাক। সেই সাথে সাহিত্য চর্চার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হউক এবং তাঁর দীঘায়ু কামনা করেন।