খেলার খবরঃ অবশেষে ঠিকানা খুজে পেলো ২০১৭ স্কুল ফুটবলের সেরা খেলোয়াড় শিহাব উদ্দিন। জীবিকার তাগিদে মাঠ ছেড়ে দিনমজুরের কাজ নেয়া শিহাবকে নিজেদের দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
যমুনা টেলিভিশনে তাকে নিয়ে প্রচারিত প্রতিবেদনের পর, শিহাবের মত প্রতিভাকে হারিয়ে যেতে দিতে চায়নি তারা।
মাত্র দুই বছরের ব্যবধানে বুট জোড়া উঠিয়ে রেখে জীবিকার তাগিদে দিনমজুরের কাজে নামতে হয়েছিলো শিহাবকে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সেরা ফুটবলারের পুরষ্কার জিতে স্বপ্ন বুনছিলেন দেশের ফুটবল তারকা হয়ে উঠবার।
কিন্তু সঠিক গাইড লাইন আর পারিবারিক অস্বচ্ছলতা ফুটবল মাঠ থেকে তাকে দূরে ঠেলে নিয়ে আসে। পাশে দাড়ায়নি কেউই।
যমুনা টেলিভিশনে উঠে আসে শিহাবের এমন দুর্দশার গল্প। আগামীর ফুটবলারদের ভবিষ্যত নিয়ে নাড়া পড়ে যায় ফুটবলাঙ্গনে। এমন প্রতিভাকে হারিয়ে যেতে দেয় নি দেশের ফুটবলের নতুন জাগরণ বসুন্ধরা কিংস। মাঠে নিজেদের পারফর্ম্যান্সের পাশাপাশি দলের পাইপলাইন শক্ত করতে তারা উঠিয়ে নিয়ে আসে শিহাবকে।
বসুন্ধরা কিংসের ট্যাকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়ের নিপু বলেন, বহুদিন না খেলার ফলে তার ফর্ম ফিরে আসতে সময় লাগবে। তবে নিয়মিত প্র্যাকটিস করলে তার আগের ফর্ম খুব দ্রুতই ফিরে আসবে।
আবারো মাঠে ফিরতে পেরে খুশি শিহাব। নিজের হারানো স্বপ্ন ফিরে পেয়ে এখন নিজেকে তৈরী করতে চান সেরা হিসেবে।
শিহাব জানায় এখন লক্ষ্য শুধুই নিজেকে একজন সেরা ফুটবলার হিসেবে গড়ে তোলা। আর সে লক্ষ্যেই সে কাজ করে যেতে চায়।
এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েই বসুন্ধরা কিংস থামতে চায় না। এরকম প্রতিভাবান ভবিষ্যত ফুটবলারদের উঠিয়ে আনতে চান। দেশের ফুটবলে এখন বড় অবদান রাখতে মড়িয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চ্যাম্পিয়নরা।
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন,তাকে নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন করার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ জানাতে চাই। যমুনা টিভির প্রতিবেদন আমাদের নজরে আসার পর আমরা চিন্তা করি এরকম একটা প্রতিভা হারিয়ে যেতে পারেনা। সে লক্ষ্যেই আমরা তাকে আমাদের জুনিয়র টিমে নিয়েছি। এখন যদি সে ভালো পারফর্ম করতে পারে তাহলে সে অনেকদূর এগুবে।
যমুনা টিভি