আন্তর্জাতিক রিপোর্টঃ ছয় বছরের আফগান বালক মুর্তজার বহুদিনের স্বপ্ন সফল হয়েছে।
মঙ্গলবার কাতারে তার সাথে দেখা হয়েছে তার স্বপ্নের নায়ক লিওনেল মেসির।
সাদা-নীল রঙের প্লাস্টিকের ব্যাগ কেটে আর্জেন্টিনার জার্সি বানিয়ে পেছনে লিওনেল মেসির নাম এবং তার নম্বর ১০ লিখে আফগানিস্তানের একটি গ্রামে একটি শিশু ফুটবল খেলছে – এই ছবি ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল।
জানুয়ারি মাসের কথা সেটি। ছবি দেখে এবং খবর পড়ে, মেসি তাকে তার সই করা একটি জার্সি উপহার হিসাবে পাঠিয়েছিলেন।
বছরের শেষে এসে ছয় বছরের আফগান বালক মুর্তাজার সাথে গতকাল (মঙ্গলবার) দেখা করেছেন লিওনেল মেসি।
কাতারে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসেছিলেন বার্সিলোনা তারকা। সেখানে আনা হয় তার ছয় বছরের আফগান ফ্যানকে। মেসি সেসময় মুর্তাজাকে কোলে তুলে নেন।
মুর্তাজার বাড়ি আফগানিস্তানের গজনী প্রদেশের জাঘোরি জেলায়। অপহরণের ভয়ে গত মে মাসে তার পরিবার পাকিস্তানে পালিয়ে গেছে। এখন সেখানেই থাকে মুর্তাজা।
বি/বি/সি/এন